এসব যা কিছু
এসব যা কিছু
কোন পাশে বসবে তুমি ?
এপাশ ? না ওপাশ ?
কেন বাছাবাছি এসব ?
দূরে অথবা সময়ের কাছাকাছি সব
শুধু বাঁধা ফ্রেমে টুকরো স্মৃতি
অথবা খন্ডিত তোমার বাস।
কী কথা বলবে তুমি ?
এসময় - সত্য না মিথ্যে ?
যাই বলো না কেন
গুছিয়ে বা কেশে
কেউ বুঝবে না তোমার টুকরো হৃৎপিণ্ড
অথবা তোমার অজ্ঞাতবাস।
বাকি সব
উৎসবের ছলে
রাত জাগা চোখ, দু-ফোঁটা জল
অথবা চারপাতা ইতিহাস !
- উমাশঙ্কর রায়
কোন পাশে বসবে তুমি ?
এপাশ ? না ওপাশ ?
কেন বাছাবাছি এসব ?
দূরে অথবা সময়ের কাছাকাছি সব
শুধু বাঁধা ফ্রেমে টুকরো স্মৃতি
অথবা খন্ডিত তোমার বাস।
কী কথা বলবে তুমি ?
এসময় - সত্য না মিথ্যে ?
যাই বলো না কেন
গুছিয়ে বা কেশে
কেউ বুঝবে না তোমার টুকরো হৃৎপিণ্ড
অথবা তোমার অজ্ঞাতবাস।
বাকি সব
উৎসবের ছলে
রাত জাগা চোখ, দু-ফোঁটা জল
অথবা চারপাতা ইতিহাস !
- উমাশঙ্কর রায়
Comments
Post a Comment