আশা জেগে থাকে
 ।।আশা জেগে থাকে।।                                   উমাশংকর রায়   আশা জেগে থাকে সারা রাত  বেঁচে থাকে সংসার।রক্তচোষা চোখ চেটেপুটে খায় বস্তিপাড়ার নিরীহ লজ্জা।  অদৃশ্য ব্যবসার জালে ধরা পড়ে মান অথবা বাঁচার শর্ত। সর্পিল স্বপ্নেরা অভ্যস্ত নিয়মে জড়িয়ে থাকে আশার ডালপালায়।  ছাইচাপা স্বপ্নও এক পেগ মদিরা পান করে ঢলে পড়ে নিদ্রায়!   অপ্রকাশিত খবর যত - চাপা পড়ে সাগর তলে।  সভ্যপাড়ার মরক্ত পুঁজ ঝরে পড়ে  আশার নিষন্ন শরীরের গহ্বরে।  ডোমেরা আকন্ঠ গিলে আশার কন্ঠ চেপে ধরে  তখনি ভোরের মশারি গলে  নিরুত্তর আকাশ ক্লান্তিতে চোখ বোজে।   হায় ! আশা মরে গিয়ে বেঁচে যায়।   সংসার জেগে ওঠে আবার  সভ্যপাড়ার দরজায় কড়া নাড়ে তাজা খবর -  ড্রয়িং রুমের আভিজাত্য মুখ ধুয়ে সুগন্ধি চায়ে চুমু খায়। ঠিক তখনি সকালের পাপড় ভাজা খবরে হুমড়ি খেয়ে পড়ে পোশাকি ব্যস্ততা !   প্রায় বুঝতেই পারে না কেউ -  সবার অলক্ষ্যে আশার অসংখ্য রোমকোপের গভীরে জেগে ওঠে এক একটি মহাদেশ -  না হয় - ওরা সব এনাকোন্ডা !